[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদযেমন ছিলাম তেমনি আছি: মিরাক্কেল চ্যাম্পিয়ন রনি


প্রকাশিত: January 27, 2015 , 5:47 am | বিভাগ: আপডেট,ইন্টারভিউ,এক্সক্লুসিভ,মত


rony-2

আবু হেনা রনি রাজশাহী বিভাগের নাটোরের ছেলে। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের মিডিয়া এখনও ভালোভাবে চেনে না রনিকে। তবে তিনি কিন্তু ওপার বাংলা কাঁপিয়ে দিয়েছেন। হয়ে উঠেছেন জি-বাংলা চ্যানেলের স্টার। মিরাক্কেলে একের পর এক মজার মজার কৌতুক বলে তিনি মাতিয়েছেন শ্রোতাদের। হয়েছেন মিরাক্কেল অক্কেল চ্যালেঞ্জার-৬ এ চ্যাম্পিয়ন। ওপার বাংলায় স্টার হয়ে বাংলাদেশে ফিরে এখন তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। এণ তিনি বুনো পায়রা নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই রনির সঙ্গে খোলামেলা কথা বলেছেন আমাদের ক্যাম্পাসলাইভ প্রতিবেদক আমিমুল এহসান জয়।

ক্যাম্পাসলাইভঃ কেমন আছেন রনি ভাই ?

রনিঃ অনেক ভাল আছি।

ক্যাম্পাসলাইভঃ একজন সাধারণ ছাত্র থেকে আজ আপনি মিরাক্কেল
চ্যাম্পিয়ন এটা  কিভাবে সম্ভব হয়েছে বলে আপনি মনে করেন?

রনিঃ আসলে কোন কিছুতে চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই দরকার কঠোর অধ্যাবসায়। আর আমি ক্যাম্পাস লাইফ থেকে চেষ্টা করতাম আমার বন্ধুদের বিভিন্নভাবে খুশি করতে। কারো মন খারাপ থাকলেই আমি কৌতুক বলে তাকে হাসানোর চেষ্টা করতাম। আর এখান থেকে আমার অনুপ্রেরণা পাওয়া ।

ক্যাম্পাসলাইভঃ মিরাক্কেল চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার লাইফস্টাইল কেমন পরিবর্তন হয়েছে?

রনিঃ আসলে তেমন কোন পরিবর্তন হইনি। আমি মজার মানুষ যেমন ছিলাম তেমনই আছি।

ক্যাম্পাসলাইভঃ কমেডিয়ান না হলে কি হতেন?

রনিঃ যেহেতু নাট্যকলার স্টুডেন্ট ছিলাম । সো নাট্য ব্যক্তিত্ব হতাম

ক্যাম্পাসলাইভঃ বর্তমানে কি করছেন?

রনিঃ বিভিন্ন টিভি শো, নাটক ও রেডিওতে কাজ করছি

ক্যাম্পাসলাইভঃ নতুন প্রজন্মের জন্য কি করছেন?

রনিঃ বুনো পায়রা নামে একটি সংগঠনে কাজ করছি। আমার মতো কমেডি পাগলদের নিয়া।

ক্যাম্পাসলাইভঃ আমাদের সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

রনিঃ আপনাকেও ধন্যবাদ।

ছবি : একসঙ্গে মীরাক্কেলের ৩ বাংলাদেশি তারকা।

ছবি : একসঙ্গে মীরাক্কেলের ৩ বাংলাদেশি তারকা।

একনজরে রনি…

নামঃ আবু হেনা রনি

জন্মস্থানঃ নাটোর জেলার সিংড়া থানা।

জন্মতারিখঃ ১৪ ডিসেম্বর ।

পড়াশোনাঃ বেলদহর উচ্চবিদ্যালয়, বরেন্দ্র কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।

প্রিয় রং- সবুজ ।

শখঃ ভ্রমণ

অবসরঃ বাগান পরিচর্যা ।

প্রিয় খাবারঃ খিচুড়ী ও ডিম

প্রিয় শিল্পীঃ নিয়াজ মুহাম্মাদ ও আরিফুল ইসলাম

আইডলঃ মির আফসার আলী

টিভি শোঃ মিরাক্কেল

প্রিয় ফুলঃ কদম

ঢাকা, ২৮ জানুয়ারি (ক্যাম্পাসলাইব২৪.কম)//জেএন