[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনারায়ণগঞ্জে ছাত্রদলের আহবায়ক আটক


প্রকাশিত: October 22, 2013 , 10:50 am | বিভাগ: পলিটিক্স


নারায়ণগঞ্জ লাইভ: নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে পুলিশি অভিযান শুরু হয়েছে। বিএনপি, ছাত্রদলসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।  

সোমবার গভীর রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ককে আটক করেছে পুলিশ। ওই আহবায়কের নাম মাসুকুল ইসলাম রাজীব। সোমবার গভীর রাতে নগরেরমিশনপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

এছাড়া নগরের বাবুরাইল এলাকা থেকে সেলিমসহ আরো কয়েকজন বিএনপিকর্মীকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ।

এদিকে, সোমবার রাত ১১টা থেকে নারায়ণগঞ্জ নগর ও নগরের বাইরে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারে অভিযান চালায় জেলা পুলিশ প্রশাসন। ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানা পুলিশের অভিযান ছিল সবচেয়ে বেশি। পুলিশ রাতেই বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে হানা দেয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ, ২২ অক্টোবর (ক্যাম্পাস লাইভ)//