[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদগাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে সেমিতে নিউজিল্যান্ড


প্রকাশিত: March 21, 2015 , 2:03 pm | বিভাগ: আন্তর্জাতিক খেলা,বিশ্বকাপ-২০১৫,স্পোর্টস


209147.3

স্পোর্টস লাইভ : শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারায় নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার অকল্যান্ডে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিশ্বকাপের সহ-আয়োজকরা।

টানা দ্বিতীয় শতক পাওয়া গাপটিলের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩৯৩ রানের বড় সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড । শেষ ১০ ওভারে ১৫৩ রান সংগ্রহ করে তারা।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৩৭ রান করেন মার্টিন গাপটিল। এর মধ্যে ছিল ২৪ টি চার ও ১১ টি ছয়। তাছাড়া টেইলর ৪২ ও উইলিয়ামসন ৩৩ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলার টেইলর সর্বোচ্চ ৩ ‍টি উইকেট নেন। তাছাড়া ২ উইকেট নেন রাসেল।

৩৯৪ রানের টার্গেটে শুরুটা ভাল ছিল না ওয়েস্ট ইন্ডিজের। ১০ ওভারের মধ্যে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাজটা ভীষন কঠিন করে তুলেন বোল্ট। তবে খেলার হাল ছাড়েনি ক্রিস গেইল।

গেইল ৩৩ বলে ৬১ রান করেন। যার মধ্যে তিনি ৮ টি ছক্কা ও ২ টি চার মারেন। তাছাড়া অধিনায়ক জেসন হোল্টার ২৬ বলে ৪৪ রান করেন।

নিউজিল্যান্ডের বোলার বোল্ট ১০ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন। আর ভেটরি ও সাউদি ২ টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

 

 

ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম) // জেএইচ