[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদশ্বাসরুদ্ধকর পরিবেশে বাস করছেন শিক্ষকরা


প্রকাশিত: March 22, 2015 , 7:59 pm | বিভাগ: ইন্টারভিউ,ঢাকার ক্যাম্পাস,প্রাইভেট ইউনিভার্সিটি,মত


লাইভ প্রতিবেদক : দেশব্যাপী চলছে চরম রাজনৈতিক অস্থিরতা। এর মধ্যেই ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য একাডেমিক কর্মকাণ্ড চালিয়ে যাবার চেষ্টা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ড. মো. আব্দুল জলিল ক্যাম্পাসলাইভ২৪.কম এর সঙ্গে একান্ত সাক্ষাতে বর্তমানের অস্থির সময় ও শিক্ষার পরিস্থিতি সম্পর্কে খোলামেলা কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থী এমনকি শিক্ষকরা এক শ্বাসরুদ্ধকর পরিবেশে বসবাস করছি। দীর্ঘস্থায়ী অবরোধ আর হরতাল এর মধ্যে শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারছে না। তার কারণে নিয়মিত পাঠদান সম্ভব হচ্ছে না।

আমরা আমাদের সিলেবাস সময়মত শেষ করতে পারছি না। এমনকি সময়মত সেমিস্টার শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ দুটি রাজনৈতিক দলের কোন্দলের কারণে শিক্ষার্থীদের ভোগান্তির সৃষ্টি।

আমরা আশা করবো এই দল দুটি দ্রুত গঠনমূলক সংলাপের মাধ্যমে এই শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ঘটিয়ে ছাত্র সমাজ এমনকি দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে এবং গণতন্ত্রকে স্থায়ীকরণ করবে।

এনইউবি// জেআর, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)// টিটি