[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনর্থসাউথে এসিএম-আইসিপিসি`র প্রাথমিক বাছাই


প্রকাশিত: October 29, 2013 , 6:03 pm | বিভাগ: ঢাকার ক্যাম্পাস


লাইভ প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার (এসিএম-আইসিপিসি) একাদশ আঞ্চলিক বাছাই পর্ব ২৯ ও ৩০ নভেম্বর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এর আগে অনলাইনে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাইপর্ব।

বাছাই পর্বে অংশ নিতে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগি দল চার জন প্রোগ্রামারের সমন্বয়ে দল গঠন করে ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। চার সদস্য বিশিষ্ট দলে একই বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রোগ্রামার (অন্তত দুজন স্নাতক শ্রেণীর শিক্ষার্থী) এবং একজন অধ্যাপক কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী বছরের ২২ জুন রাশিয়ার একাটেরিনবার্গে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম এর চূড়ান্ত পর্ব ।

ঢাকা, ২৯ অক্টোবর (ক্যাম্পাস লাইভ)// টিটি