[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদভারতকে হুমকি দিয়েছেন ফকনার


প্রকাশিত: March 23, 2015 , 6:06 pm | বিভাগ: আন্তর্জাতিক খেলা,বিশ্বকাপ-২০১৫,স্পোর্টস


1l1a1grbস্পোর্টস লাইভ : অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা অলরাউন্ডার জেমস ফকনার। ভারতের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ প্রসঙ্গে ফকনার বলেন ভারতকে হারিয়ে ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া।

এক সংবাদ সম্মেলনে বলেন ফকনার বলেন, ‘ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও কন্ডিশন বিবেচনায় আমরা এগিয়ে থাকব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেটটি ব্যাটিং সহায়ক। তাই আমরা চেস্টা করব ভাল ব্যাট করতে।

তিনি আরও বলেন, ‘ইনজুরির কারণে দলের হয়ে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে খেলতে পারিনি। ফিটনেসে সমস্যা থাকলেও এখন তা পুরোপুরি কাটিয়ে উঠেছি। ভারতের বিপক্ষে নিজের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করব।’

ফকনার স্বাগতিক হওয়ার প্রসঙ্গে বলেন, অনেকে বলছেন সেমিতে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া দল স্নায়ুচাপে ভুগবে। এমনটি আমি নই। আর দলের সবাই এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী।

 

ঢাকা, ২৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম) // জেএইচ