[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদআইসিসি নষ্টকারীদের নাম প্রকাশ করা হবে: মুস্তফা কামাল


প্রকাশিত: March 29, 2015 , 6:09 pm | বিভাগ: আন্তর্জাতিক খেলা,আপডেট,বিশ্বকাপ-২০১৫,স্পোর্টস


স্পোর্টস লাইভ: আইসিসিকে যারা নষ্ট করেছে তাদের নাম প্রকাশ করার কথা বলেছেন সংস্থাটির প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে সাংবাদিকদের এ কথা বলে আইসিসি প্রেসিডেন্ট।

এর আগে ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে মুস্তফা কামালের নাম থাকলেও খেলা শুরুর আগে লিস্ট থেকে নামটি কেটে দেওয়া হয়। এ বিষয়টি জানতে পেরে প্রেসিডেন্ট স্টেডিয়াম থেকে বেড়িয়ে যান।

এসময় তিনি আইসিসি কর্তৃক দেয়া গাড়িটি ব্যবহার না করে হেটে হেটে বেড়িয়ে যান বলে জানা গেছে। পরে পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ী দলে হাতে ট্রফি প্রেসিডেন্টের পরিবর্তে তোলে দেন চেয়ারম্যান শ্রী নিবাসন।

উল্লেখ্য,  আইসিসির নিয়ম অনুযায়ী বিজয়ী দলের হাতে প্রেসিডেন্টের ট্রফি তোলে দেয়ার কথা রয়েছে।

 

ঢাকা, ২৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরজে