[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসামনের সিরিজ নিয়ে আশাবাদি মাশরাফি


প্রকাশিত: April 23, 2015 , 4:48 pm | বিভাগ: আপডেট,স্পোর্টস


mashrafeস্পোর্টস লাইভ: ওয়ানডে  সিরিজে পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে টাইগারদের একটু আশা প্রত্যাশা বেশিই থাকার কথা।

হাঁটুর ইনজুরির কারণে টেস্ট ক্রিকেটে মাঠে নামা হয় না মাশরাফির।  নড়াইল এক্সপ্রেস মনে করেন, টেস্টে সিরিজ ড্র করাই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।

মাশরাফি বলেন, আমরা অনেক দিন টি-টোয়েন্টি খেলি না।  তবে এখন আমরা ছন্দে আছি।  ম্যাচের আগে একদিন সময় আছে, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।

তিনি আরো বলেন, টেস্ট সিরিজ  চ্যালেঞ্জিং হবে।  কারণ টেস্টে পাকিস্তানের কয়েকজন অভিজ্ঞ ব্যাটসম্যান আছে।  তাছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান মিসবাহ পাকিস্তানের হয়ে নেতৃত্ব দেবেন।

শুক্রবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শহিদ আফ্রিদির দলের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাশরাফি।

পাকিস্তানের  বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ প্রথমটি ২৮ এপ্রিল খুলনা শেখ নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।  পরের ম্যাচটি ঢাকায় শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে  অনুষ্ঠিত হবে।

ঢাকা// ২৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর