[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদহামলার আশংকায় ফিফা নির্বাচন (ভিডিও)


প্রকাশিত: May 29, 2015 , 8:10 pm | বিভাগ: আপডেট,স্পোর্টস


blaterস্পোর্টস লাইভ: ফিফা নির্বাচনের দুদিন আগে ফুটবলের এই বড় সংস্থাটির সাত কর্মকর্তাকে দুর্নীতির দায়ে সুইজারল্যান্ডের একটি হোটেল থেকে গ্রেফতার করে সুইস পুলিশ।

এদের মধ্যে আইসিসির ভাইস প্রেসিডেন্টও  রয়েছেন।  নির্বাচনের আগে ফুটবলকে এভাবে কলঙ্কিত করায় অনেকে চলমান  নির্বাচনকে খারাপ দৃষ্টিতে দেখছেন।

শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার ৬৫ তম নির্বাচন।  আর এই নির্বাচনকে কেন্দ্র করে ফিফার কংগ্রেসে বোমা হামলার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।  এ হুমকির প্রেক্ষিতে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনীসহ গোয়েন্দা বিভাগগুলো।

সুইস পুলিশের একজন কর্মকর্তা শুক্রবার বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, এখানে (ফিফার কংগ্রেসে) বোমা হামলার হুমকি রয়েছে।  বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা।

নির্বাচনে সেফ ব্লাটারের বিপক্ষে লড়ছেন প্রিন্স বিন আলী। ব্লাটার জয়ী হলে তিনি  ৫ম বারের মতো ফিফা প্রেসিডেন্ট  নির্বাচিত হবেন।

সেফ ব্লাটারের বক্তব্য দেখুন ভিডিওতে..

ঢাকা// ২৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর