[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবিশ্বের ধনী ১০ খেলোয়াড়ের তালিকায় যারা…


প্রকাশিত: June 11, 2015 , 8:53 pm | বিভাগ: আপডেট,স্পোর্টস


স্পোর্টস লাইভ: প্রতিবছরের ন্যায় এবারো  বিশ্বের সেরা ধনী ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।

সেখানে একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসেবে প্রথম ১০০ জনের মধ্যে স্থান পেয়েছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। ২৩ তম স্থানে রয়েছেন এই ক্রিকেটার। তার বছরে আয় ৩১ মিলিয়ন ডলার।

ক্রিকেট বিশ্বে ধোনি একমাত্র খেলোয়াড় যিনি ফোর্বসের প্রথম ১০০ জন সেরা ধনী খেলোয়াড়দের তালিকায় রয়েছেন।

আগের বারের মতো এবছরও মার্কিন বক্সার ফ্লোয়েড মেওয়েদার শীর্ষস্থান ধরে রেখেছেন। একবছরে তাঁর আয় ৩০০ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক সেরা বক্সার ম্যানি প্যাকিয়া। তাঁর একবছরের আয় ১৬০ মিলিয়ন ডলার। এছাড়া মেসি, রোনালদো, নেইমাররা রয়েছেন এই তালিকায়।

ফোর্বসের প্রথম ১০ জনের তালিকায়  রয়েছেন যারা…
floyed১.ফ্লোয়েড মেওয়েদার (বক্সিং) বছরে আয় ৩০০ মিলিয়ন ডলার। আগের বারের মতোই এবারও তিনিই শীর্ষে রয়েছেন।

many pakiya

২.ম্যানি প্যাকিয়াও (বক্সিং) ম্যানির বার্ষিক আয় ১৬০ মিলিয়ন ডলার।

cristiano-ronaldo-2014-2015৩.ক্রিশ্চিয়ানো রোনালদোর  বছরে আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৯.৬ মিলিয়ন ডলারে। ফুটবল বিশ্বে তিনিই সবার উপরে রয়েছেন।

messi৪.রোনালদোর পরেই আছেন লিওনেল মেসি।  তাঁর বার্ষিক আয় ৭৩.৮ মিলিয়ন ডলার।

federar৫.রজার ফেদেরার টেনিস বিশ্বে আয়ের বিচারে তিনিই সেরা। তাঁর বার্ষিক আয় ৬৭ মিলিয়ন ডলার।

lebron৬.লেব্রন জেমস (বাস্কেটবল) বাস্কেটবল জগতের অন্যতম সেরা খেলোয়াড় লেব্রন জেমসের বার্ষিক আয় ৬৪.৮ মিলিয়ন ডলার।
kevin৭. কেভিন দ্যুঁর (বাস্কেটবল)। বাস্কেটবল জগতে যথেষ্ট নাম ডাক রয়েছে তার।  তাঁর বছরে আয় ৫৪.১ মিলিয়ন ডলার।

fil৮.ফিল মাইকেলসন (গলফ)। গলফ সম্রাট টাইগার উডসকে পিছনে ফেলে এগিয়ে ফিল। তাঁর বার্ষিক আয় ৫০.৮ মিলিয়ন ডলার।

tiger৯.টাইগার উডস (গলফ)। নবম স্থানে থেকে বছরে ৫০.৬ মিলিয়ন ডলার আয় করেন এই গলফার।

kobe১০.কোবে ব্রায়ান্ট (বাস্কেটবল)। তাঁর বছরে আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৯.৫ মিলিয়ন ডলারে।

এছাড়া ফুটবলের গ্যারেথ বেল ১৮ নম্বরে। আরেক ব্রাজিলিয়ান নেইমার রয়েছেন ভারতের মাহেন্দ্র সিং ধোনির পরেই। তিনি ২৪ নম্বরে রয়েছেন।

ঢাকা// ১১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর