[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদছুটি শেষে প্রাণ ফিরেছে পবিপ্রবির


প্রকাশিত: June 28, 2015 , 4:27 pm | বিভাগ: আপডেট,পাবলিক ইউনিভার্সিটি,ফিচার,বরিশালের ক্যাম্পাস


মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি: গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ ফিরছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। রোববার থেকে কিছু সেমিস্টারে পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। তবে সবাই এখনো ক্যাম্পাসে ফিরেননি।

পবিপ্রবি ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ধীরে ধীরে জমে উঠছে চির চেনা আড্ডার জায়গাগুলো। সেই সাথে একাডেমিক ভবনের কোলাহোল, ১ নং গেইট, ২ নং গেইট, দুলাইভাইয়ের দোকান, নৌকা চত্তর, শহীদ মিনারের পাদদেশসহ বিভিন্ন স্থান এখন তরুণ-তরুণীদের কোলাহলে মুখরিত।

তবে রমযানের কারণে কেউ কেউ এখনো ক্যাম্পাসে ফিরে আসেননি। বিশেষ করে যাদের পরীক্ষার চাপ নেই তারা অনেকে বাড়ি থেকে ফিরতে দেরি করছেন।

তবে বৃষ্টির মধ্যে গ্রীষ্মের ছুটি হওয়ায় অনেক শিক্ষার্থী ভিন্ন মন্তব্যও করেছেন।

৭ম সেমিস্টারের ছাত্র মো. জেইসান ইসলাম ক্যাম্পাসলাইভকে বলেন, “বর্ষাকালে গরমের ছুটি, লাস্ট ৬ দিন ঘর থেকে বের হতেই পারি নাই।”

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক সবুজ জানিয়েছেন, রোববার হতে কিছু কিছু সেমিস্টারের অবশিষ্ট ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। প্রশাসনিক কার্যক্রম পুরোদমে চালু হলেও একাডেমিক কার্যক্রম পুরোপুরি চালু হবে আগামী ৩০জুন।

এরমধ্যে অন্য শিক্ষার্থীরাও চলে আসবেন বলে ধারণ করা হচ্ছে।

পবিপ্রবি// এমআর, ২৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস