[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদআপত্তিকর মন্তব্যকারীদের সনাক্ত: সবাই শিক্ষার্থী


প্রকাশিত: June 29, 2015 , 1:35 pm | বিভাগ: আপডেট,স্পোর্টস


স্পোর্টস লাইভ: ক্রিকেটার নাসির হোসেন তার নিজের বোনের সঙ্গে তোলা ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। যাদের সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।

ফেইসবুক থেকেই তাদের খুঁজে বের করে পরিচয় জানা গেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক হৈ চৈ পড়ে যায়।

এমনকি ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফি এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজ বন্ধ করে দিয়েছেন।

এখন পর্যন্ত পাওয়া মন্তব্যকারীদের মধ্যে রয়েছেন এমবিএ শিক্ষার্থী নূরে আলম সিদ্দীকী, অর্থনীতির শিক্ষার্থী হৃদয় আহমেদ শিপু।

এছাড়া মুহাম্মদ নুরুল করিম আকিব, তাহসিন, আমিন মুহাম্মদ, তারেক হাসান রুমেল, মামুনর রশিদ, ফাহিম, আহামেদ সুমন নামের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। যাদের অনেকেই নিজেদের ফেইসবুক অ্যাকাউন্ট বর্তমানে বন্ধ রেখেছেন।

উল্লেখ্য, গত ২৫ জুন তিনি নিজের ফেসবুক পেজে ছোট বোনের সঙ্গে তোলা একটি ছবি নিজের ভেরিফাইড পেইজে পোস্ট করেন।

মূলত ছোট বোনের আবদার রক্ষা করতেই এ ছবি তোলা এবং ফেসবুকে পোস্ট করা। কিন্তু সেই ছবিতে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্যের কারণে  দেখে নাসির খুব দ্রুত ছবিটি ফেইসবুক থকে মুছে ফেলেন ।

এ ঘটনায় ২৮ জুন রবিবার জাতীয় দলের অধিনায়ক মাফরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশকে ‘কান্ট্রি রেস্ট্রিক্ট’ করে দেন।

ঢাকা// ২৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর