[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদধ্বংসহীন প্রেম


প্রকাশিত: July 5, 2015 , 7:40 pm | বিভাগ: আপডেট,রাইম, স্টোরি এন্ড জোকস


ধ্বংসহীন প্রেম
      -নিজাম আহমেদ

এমন কতনা সন্ধ্যায়
আকাশে জমেছে মেঘ,
দিশেহারা পবনে
সৃস্টি হয়েছে ঝড়বেগ।
কত বসত ভিটা ধ্বংস হয়েগেছে
কত মানুষ হয়েছে নিঃস্ব,
একটা অশরীরী ডানার ঝাপটায়
পলকেই কেপে উঠেছে বিশ্ব।
কত বৃক্ষ দুমড়ে মুচড়ে গেছে
কত পাখি হারিয়েছে নীড়,
উত্তাল ঢেউয়ে
ভেঙ্গেছে নদীর তীর।
সাজানো গোছানো পৃথিবীটা
নিমিষেই হয়েগেছে অগোছালো,
বিশ্বাস কর তুমি বিশ্বাস কর
এতকিছুর পরেও
আমার মনের মধ্য রাখা তোমার জন্য প্রেম
একবিন্দু হয়নি এলোমেলো।

ঢাকা//০৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এইচএস