[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদড্যাফোডিলের নতুন ভিসি ড. ইউসুফ মাহাবুব


প্রকাশিত: July 24, 2015 , 7:55 pm | বিভাগ: আপডেট,ঢাকার ক্যাম্পাস,প্রফেশন,প্রাইভেট ইউনিভার্সিটি


লাইভ প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি গবেষক ও আন্তর্জাতিক প্রশিক্ষক প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম  আনুষ্ঠানিকভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভিসি হিসেবে যোগদান করেছেন।

বিদায়ী ভিসি প্রফেসর ড. এম লুৎফর রহমান তার মেয়াদ শেষে তিনি এ পদে যোগদান করেন। প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি ও এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. ইউসুফ এম ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

এসময় প্রোভিসি প্রফেসর ড. মোঃ গোলাম রহমান, ট্রেজারার হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম. মাহাবুব-উল-হক মজুমদার, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডীন প্রফেসর রফিকুল ইসলাম,

প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এম সামছুল আলম, এলাইড হেলথ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদ ইসমাইল মোস্তাফা, ট্রাস্টি বোর্ডের সদস্য ও মোহাম্মদ ইমরান হোসেন।

এছাড়াও পরিচালক বৃন্দ, সকল বিভাগীয় প্রধানসহ বিশ্বিবিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ২৩ জুলাই নতুন ভিসি যোগদান করেন।

ঢাকা// ২৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস