[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপে-স্কেলে অন্তর্ভূক্তির দাবি শিক্ষকদের


প্রকাশিত: August 1, 2015 , 10:24 pm | বিভাগ: আপডেট,ন্যাশনাল,প্রফেশন


সাতক্ষীরা লাইভ: জাতীয় নতুন বেতন স্কেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তভূক্তির দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক ও জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল আব্দুর রহমান, জেলা বাকশিসের সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, প্রিন্সিপাল রিয়াজুল ইসলাম, প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক, প্রিন্সিপাল আজিজুর রহমান, প্রিন্সিপাল আবু সাইদ, প্রিন্সিপাল খলিলুর রহমান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন, প্রফেসর পবিত্র মোহন দাশ, প্রধান শিক্ষক রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান, আব্দুল কাদের প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষকরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম এহতেশামুল হক শিক্ষক নেতাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং তা প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করার প্রতিশ্রুতি দেন।

স্মারকলিপিতে বলা হয়, আগামী সোমবার মন্ত্রিসভায় নতুন জাতীয় পে স্কেল অনুমোদন হবে। প্রস্তাবিত পে-স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৬ মাস পরে অন্তর্ভুক্তির সুপারিশের কথাও উঠে এসেছে। এতে হতাশ হয়েছে সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি
শিক্ষক-কর্মচারীরা।

সাতক্ষীরা// এআর, ০১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস