[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদআওয়ামী লীগ কখনই সর্ব পাকিস্তান ভিত্তিক দল ছিল না


প্রকাশিত: August 3, 2015 , 4:53 pm | বিভাগ: আদার ইন্সটিটিউট,আপডেট


গাজীপুর লাইভ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, “আওয়ামী লীগ কখনই সর্ব পাকিস্তান ভিত্তিক দল ছিল না। সেভাবে গড়ে তোলার চেষ্টাও করা হয়নি। শুরু থেকেই আওয়ামী লীগ ছিল বাঙ্গালীর জাতীয় মুক্তির লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ দল।”

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার ৭ম দিনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

NU

কর্মশালায় প্রফেসর আল-মাসুদ হাসানউজ্জামান বলেন, “বঙ্গবন্ধু প্রণীত ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচিতে আক্ষরিকভাবে স্বাধীনতার কথা উল্লেখ না থাকলেও এর মর্ম মূলে ছিল বাঙ্গালীর জাতীয় মুক্তির লক্ষ্য।”

প্রসঙ্গত, কর্মশালায় দেশের বিভিন্ন কলেজের ১২০ শিক্ষক প্রক্ষিণার্থী হিসেবে অংশ নিয়েছেন।

জাবি// ০৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস