[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদভোলা সরকারি কলেজ এখন প্রাইভেট কোচিং সেন্টার?


প্রকাশিত: August 7, 2015 , 11:17 pm | বিভাগ: আপডেট,কলেজ,বরিশালের ক্যাম্পাস


ভোলা লাইভ: ভোলা সরকারি কলেজে প্রতিদিন ক্লাস হোক আর না হোক, কিন্তু কলেজে শিক্ষকদের কোচিং বাণিজ্য প্রতিদিন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য।

চলছে রমরমা কোচিং বাণিজ্য। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাসরুমে শিক্ষকরা প্রাইভেট কোচিং চালিয়ে যাচ্ছেন নিত্যদিন।

সরকারি বেতন নেয়া আর সরকারি ভবনে বসে ছাত্র-ছাত্রীদের কোচিং করানো, এ যেন শিক্ষকদের পেশায় পরিণত হয়েছে। কলেজের রুমগুলোতে উঁকি দিলে দেখা মিলবে ক্লাসের, তবে তা শিক্ষকদের প্রাইভেট ক্লাস।

সবচেয়ে করুণ অবস্থা একাউন্টিং বিভাগের, এই বিভাগ হচ্ছে স্বেচ্ছাচারিতার শতাব্দীর অন্যতম নিদর্শন,  শ্রদ্ধাভাজনদের দুর্নীতি স্বেচ্ছাচারিতা কারণে এই বিভাগের শিক্ষা ব্যাবস্থা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন ইস্যুতে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর একের পর এক অযৌক্তিক ফি চাপিয়ে দেয়া হচ্ছে। যা বহন করা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কঠিন হয়ে পরছে।

কলেজের গুরুজনদের স্বেচ্ছাচারিতা, কোচিং বাণিজ্য, একগুঁয়েমি ও দুর্নীতির কারণে আজ এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যাবস্থা ধ্বংসের পথে, আর এই কারণে সাধারন ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা পাওয়া থেকে বঞ্ছিত হচ্ছেন।

ভোলা// এমএস, ০৭ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর