[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদকলেজ শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ


প্রকাশিত: August 9, 2015 , 7:43 pm | বিভাগ: আদার ইন্সটিটিউট,আপডেট,প্রফেশন,স্টাডি


NUগাজীপুর লাইভ: ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার ১৩তম দিন ও সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, “বিশ্বে সকল দেশের শিক্ষার্থীদের জন্য সে দেশের জাতীয় ইতিহাস পাঠ আবশ্যকীয়।

সে বিবেচনায় ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, ব্যবসা শিক্ষাসহ সকল শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্সটি পাঠদানকারী সকল কলেজ শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ কার্যক্রমের আওতাভুক্ত করা হবে।”

সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর শামসুজ্জামান খান। তিনি বলেন, “১৯৭১ সালের ১০ই এপ্রিল নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্তৃক গৃহীত স্বাধীনতার সাংবিধানিক ঘোষণা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বৈধতার ভিত্তি দান করে। ১০ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গঠিত প্রথম বাংলাদেশ সরকার যা মুজিবনগর সরকার নামে অভিহিত সেই সরকারের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।

মুক্তিযুদ্ধের বিভিন্ন বাহিনী, সেক্টর কমান্ডার, মুজিবনগর সরকারের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সকলেই মুজিব নগর সরকারের বেতনভোগী ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে আরো বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান, জেনারেল কে. এম. সফিউল্লাহ, মফিদুল হক, প্রফেসর ড. মাহবুবুল মোকাদ্দেম (আকাশ), ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, মুজাহিদুল ইসলাম সেলিম, কর্ণেল (অব.) শওকত আলী এমপি, ড. আনিসুজ্জামান, মোহাম্মদ জমির, লে. কর্ণেল (অব:) কাজী সাজ্জাদ আলী জহির, প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. কামাল হোসেন, প্রফেসর সফিউদ্দিন আহমেদ, প্রফেসর ড. মুনতাসীর উদ্দিন খান মামুন, প্রফেসর শামসুজ্জামান খানসহ বিশিষ্ট শিক্ষাবিদগণ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেছেন।

সমাপনী অনুষ্ঠানে কোর্সে অংশ গ্রহণকারী কলেজ শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

প্রসঙ্গত, কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের ১২০জন শিক্ষক অংশ নেন। এটি কোর্সের প্রথম ব্যাচ। এর পর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ খুব শিগগির শুরু হবে।

এছাড়া চলতি বছরে সমান সংখ্যক শিক্ষকদের নিয়ে আরো দুটি কোর্স হওয়ার কথা জানা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে।

গাজীপুর// ০৯ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস