[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদটাকা থেকে যেভাবে রোগ ছড়াচ্ছে!


প্রকাশিত: August 13, 2015 , 7:41 pm | বিভাগ: আপডেট,রিসার্চ,হেলথ


ইন্টারন্যাশনাল লাইভ: টাকায় রোগ ছড়াচ্ছে। শুনতে অবাক লাগলেও আদতে গবেষণায় এমনটিই প্রমাণিত হয়েছে। তাও আবার এক-দুটি নয়, অন্তত ৭৮টি রোগের মাইক্রো অর্গানিজমের ফুটপ্রিন্টের উপস্থিতি মিলেছে বলে দাবি গবেষকদের।

অ-সুখের উপস্থিতি সেক্ষেত্রে বলাই বাহুল্য। কিন্তু অসুখ কি শুধু মনের বা সামাজিক?  গবেষণা বলছে মোটেও না। নোট বহন করে অসুখ-রোগ এবং যা পুরদস্তুর শারীরিক। ভারতীয় গবেষকরা এমন তথ্য দিয়েছেন।

বিজ্ঞানীরা ৭৮টি রোগ সৃষ্টিকারী মাইক্রো অর্গানিজমের ফুটপ্রিন্টের উপস্থিতি খুঁজে পেয়েছেন নোটের মধ্যে।

তার মানে আপনার ওয়ালেটটিতে আসলে ডজন ডজন রোগ সৃষ্টিকারী মাইক্রো-অর্গানিজম বহাল তবিয়তে ঘুরে বেড়ায়।

সিএসআইআর-এর অধীনস্থ ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্র্যাটিভ বায়োলজি (আইজিআইবি)-গবেষকরা দক্ষিণ দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে বহু ১০, ২০ ও ১০০ টাকার নোট সংগ্রহ করে তার উপর পরীক্ষা চালিয়েছেন।

তারা অন্তত ৭৮টি অসুখ সৃষ্টিকারী মাইক্রো অর্গানিজমের ডিনএন ফুটপ্রিন্ট খুঁজে পেয়েছেন ওই নোটগুলির মধ্যে। বেশিরভাগই ছত্রাক জাতীয়, তবে তার সঙ্গেই আছে টিউবারকিউলিস, আলসার ও আন্ত্রিকের ব্যাকটেরিয়াও।

এই গবেষণা বলছে এই নোটগুলি রোগ সৃষ্টিকারী মাইক্রোঅর্গানিজমের বাহক হিসেবে কাজ করে। দ্রুত গতিতে মাইক্রোবিয়াল ডিসিজ ছড়িয়ে দেয়।

ঢাকা, ১৩ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪ডটকম)//আরকে