[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজাবিসাসের নয়া কমিটিকে গবিসাসের শুভেচ্ছা


প্রকাশিত: August 25, 2015 , 1:56 pm | বিভাগ: ইলেকশন,প্রাইভেট ইউনিভার্সিটি


গণবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নব নির্বাচিত কমিটিকে দেশের প্রথম বেসরকারি গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে গবিসাসের নেতারা এ শুভেচ্ছা জানান।  এ সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাবিসাসের সভাপতি বেলাল হোসাইন রাহাত, সহ-সভাপতি সানাউল্লাহ মাহী, সাধারণ সম্পাদক মওদুদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জাবেদ, দপ্তর সম্পাদক রেজাউল  করিম হীরা, কার্যনির্বাহী সদস্য হাসান দবির, আব্দুল্লাহ মামুন নিলয়, নুর আলম হিমেলসহ গবিসাসের উপদেষ্টা আসিফ আল আজাদ, সভাপতি সোহান চৌধুরী, সহ-সভাপতি মাসুদ আজীম, সাংগঠনিক সম্পাদক মেহেদী তারেক, অর্থবিষয়ক সম্পাদক এসএম আহমেদ মুনির, দপ্তর সম্পাদক তাজবিহুল শিহাব ও ফটোগ্রাফার সাজ্জাদ সাজু উপস্থিত ছিলেন।

গণবি, ২৫ আগস্ট//(ক্যাম্পাসলাইভ২৪ডটকম)//আরকে