[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদশাবিতে বৃক্ষরোপন সপ্তাহ শুরু


প্রকাশিত: August 26, 2015 , 6:28 pm | বিভাগ: ট্যুরিজম এন্ড এনভায়রনমেন্ট,পাবলিক ইউনিভার্সিটি,সিলেটের ক্যাম্পাস


শাবি লাইভ: শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) গাজীপুর স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন শাবি ভিসি প্রফেসর আমিনুল হক ভূইয়া।

শাবি ইউনিভার্সিটি সেন্টারের সামনে এর উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি ফরিদ আহমদ এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুশফিকুস সালেহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর রাশেদ তালুকদার, সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মাঝহারুল ইসলাম, গাজীপুর এসোসিয়েশনের সাবেক সভাপতি সাজিদুল ইসলাম সবুজ।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর সাহেদুল হোসেইন, বৃক্ষরোপন সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক মীর জাহিদুর রহমান ইয়ামিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আমিনুল হক ভূইয়া বলেন, গাছ আমাদের বন্ধু। বেশি করে গাছ লাগান।

তিনি বলেন, পরস্পরকে অপমান করে বিশ্ববিদ্যালয় সামনে এগুতে পারে না।

সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে শান্তির সুবাতাস বইবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শাবি//এনডি, ২৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস