[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদইবিতে শিক্ষকদের আন্দোলন: ক্লাস-পরীক্ষা হয়নি


প্রকাশিত: September 8, 2015 , 4:00 pm | বিভাগ: আপডেট,খুলনার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি,প্রফেশন


ইবি লাইভ: ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে র‌্যালি ও সমাবেশের মধ্যদিয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি মঙ্গলবার ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন। ফলে এদিন ক্যাম্পাসে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক সমিতির নেতৃত্বে সকাল ১১টায় ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান। র‌্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শষ হয়। পরে অনুষদের ভবনের করিডোরে এক সমাবেশে মিলিত হন শিক্ষকরা।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রাশিদ আশকারী, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. আলিনুর রহমান, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. এম এয়াকুব আলী,  প্রফেসর ড. ইকবাল হোসাইন, ইবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন,  আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া উপস্থিত শিক্ষকদের প্রতি আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশে যোগ দেয়ার আহবান জানান তারা।

ইবি// এমজে, ০৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস