[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদআগামি ৯-১৫ ডিসেম্বর কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ


প্রকাশিত: December 3, 2013 , 7:10 pm | বিভাগ: আইটি


লাইভ প্রতিবেদক: বিশ্বের অন্যান্য দেশের মতো আগামি ৯-১৫ ডিসেম্বর বাংলাদেশও কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ পালন করা হবে। দিবসটি সামনে রেখে যৌথভাবে বিভিন্ন কর্মসূচী পালন করবে বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমন্টে (বিআইটিএম)।  

কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বর্তমানে শুধুমাত্র আমেরিকায় তথ্যপ্রযুক্তি খাতে চাকরির সংখ্যা কম্পিউটার সাইন্স নিয়ে পাশ করা ছাত্রের তিন গুণ। পাশাপাশি ইংল্যান্ড, জার্মানী, ফ্রান্স, স্পেন ও ইতালিতে ২০১৫ সালে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবলের ঘাটতি হবে ২ লক্ষ ৫০ হাজার।  ২০২০ সাল নাগাদ আমেরিকাতেই এই জনবল ঘাটতি ১০ লক্ষে পৌঁছাবে এবং বিশ্বব্যাপী তা বেড়ে দাঁড়াবে প্রায় এক কোটিতে।

এ সময় বেসিসের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদ, বেসিসের অন্যতম পরিচালক ও এ কর্মসূচির আহবায়ক শাহ ইমরাউল কায়ীশ উপস্থিত ছিলেন।

ঢাকা, ০৩ ডিসেম্বর (ক্যাম্পাস লাইভ) // টিকে