[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদ“সেভ বাটারফ্লাই, সেভ নেচার, সেভ প্ল্যান্ট”


প্রকাশিত: September 12, 2015 , 10:53 pm | বিভাগ: আপডেট,ট্যুরিজম এন্ড এনভায়রনমেন্ট


লাইভ প্রতিবেদক: “বাটারফ্লাই বাংলাদেশ ফটোগ্রাফি এক্সিবিশন-২০১৫” এর আয়োজন করা হয়। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে  শুক্রবার বিকাল ৫টায় বাটারফ্লাই বাংলাদেশ নামক সংস্থার উদ্যোগে “সেভ বাটারফ্লাই, সেভ নেচার, সেভ প্ল্যান্ট” এই স্লোগানকে সামনে রেখে ৫দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোকচিত্র প্রদর্শনীতে ৯০ জন আলোক-চিত্রকারের ১০৮টি সর্বসাকুল্যে ১৩৪টি আলোকচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফায়জুল লতিফ চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনোয়ার হোসেন তুহিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আলিম।
বক্তারা প্রজাপতির ভূমিকা, এই জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পোষ্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শিন করেন। আলোকচিত্রের প্রদর্শনী চলবে ১২-১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।
ঢাকা// এমআর, ১২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ ২৪.কম)// এইচএস