[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজিন দেখা (ভিডিও)!


প্রকাশিত: October 3, 2015 , 8:43 pm | বিভাগ: অসাম নিউজ,আপডেট


লাইভ প্রতিবেদক: জিন। একটি জাতি। মানুষের মতো সব কিছুই করে থাকে তারা। কিন্তু তারা মানুষের দৃষ্টির বাইরে থাকে। আর এ কারণেই মানুষের মধ্যে জিন সম্প্রদায় নিয়ে রয়েছে নানা কৌতুহল। এ নিয়ে বিভ্রান্তিরও কমতি নেই। মানুষের উপর জিনের প্রভাব বিস্তার নিয়ে আছে নানা কুসংস্কারও।

তবে কোরআনের বাণী অনুযায়ী জিনের অস্তিত্বে বিশ্বাস রাখা ঈমানের দাবি।

কিন্তু এই বিশ্বাসকে কাজে লাগিয়ে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে এক প্রকার ধর্মব্যবসায়ীরা মন গড়া নানা কল্প-কাহিনী সাজিয়ে অশিক্ষিত-অর্ধশিক্ষিত সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে দীর্ঘ কাল থেকে।

সে যাই হোক। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি ভিডিও পাওয়া গেছে। দাবি করা হচ্ছে এখানে প্রকৃত জিনের দেখা মিলেছে।

এতে দেখা যায়, একজন বক্তব্য রাখছেন এবং কোরআন তেলাওয়াত করছেন। আর উপস্থিত শ্রোতাদের মধ্যে কেউ কেউ নানা অঙ্গ-ভংগি করছেন। প্রকৃত পক্ষে তারা জিন সম্প্রদায় কিনা তা আপনারা দর্শকরাই বিচার করবেন।

তবে ভিডিওটি ইউটিউবে আপ হওয়ার মাত্র ৬ মাসের ব্যবধানে প্রায় ২৫ লাখ দর্শক ইতোমধ্যে দেখেছেন। শুধু তাই নয়, বিপুল সংখ্যক দর্শক মন্তব্য করে তাদের মতামতও জানিয়েছেন। আপনিও জানাতে পারেন আপনার মতামত।

ঢাকা// ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস