[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদহেঁটে বেড়ানো মাছ ও উন্নাসিক বানর!


প্রকাশিত: October 6, 2015 , 8:16 pm | বিভাগ: অসাম নিউজ,আপডেট


ইন্টারন্যাশনাল লাইভ: শিরোনাম দেখে একটু অদ্ভুদ ঠেকবে বৈকি! তবে ঘটনা কিন্তু সত্য। সম্প্রতি বিজ্ঞানীরা এমন অদ্ভুত কিছু প্রাণীর সন্ধান পেয়েছেন। তাও আবার পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকায়।

সাপমুখো মাছগুলো একটানা চার দিন পর্যন্ত ডাঙায় হেঁটে বেড়াতে পারে। দিব্যি বেঁচে থাকতে পারে পানি ছাড়াই। হাল্কা নীল-রঙা এমন মাছ উদ্ধার করেছেন বিজ্ঞানীরা।

অন্যদিকে খুঁজে পেয়েছেন এমন এক প্রজাতির বানর, যারা বৃষ্টি পড়লেই এক নাগাড়ে হাঁচি দিতে থাকে। কারণ তাদের নাকের ডগা উপরের গোটানো। ফলে বৃস্টি পড়লে পানি ঢুকে যায় তাদের নাকে। ফলে হাঁচি ঠেখানো মুশকি। তবে বৃষ্টি এলে ওরা হাটুতে মুখ গুজে বসে থাকে।

cc-2

সম্প্রতি জানাল ‘ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার’, সংক্ষেপে ডব্লিউ ডব্লিউ এফ এসব প্রাণীর কথা জানায়। ভুটান, উত্তর-পূর্ব ভারত, নেপাল, উত্তর মায়ানমার, দক্ষিণ তিব্বত— সব জায়গার বিজ্ঞানীদের গত কয়েক বছরের পরিবেশ জরিপের একটা রিপোর্ট এত দিনে প্রকাশ করেছে তারা।

পরিবেশগত কারণে বিপন্ন প্রজাতির সন্ধানে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই সব দেশের পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়িয়েছিলেন বিজ্ঞানীরা। সমীক্ষা শেষে জানালেন এমন সব প্রজাতির কথা, যা মানুষ কল্পনাও করে উঠতে পারে না।

ডব্লিউ ডব্লিউ এফ জানিয়েছে, সমীক্ষায় সব মিলিয়ে ১৩৩ রকম নতুন উদ্ভিদ, ২৬ রকমের নতুন প্রজাতির মাছ, ১০ রকমের উভচর, ৩৯ রকমের জলজ জীব খুঁজে পাওয়া গেছে।

ঢাকা, ০৬ অক্টোবর//(ক্যাম্পাসলাইভ২৪ডটকম)//আরকে