[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজাবি সিনেট নির্বাচন শেষ, ফলাফলের অপেক্ষা


প্রকাশিত: October 11, 2015 , 6:33 pm | বিভাগ: আপডেট,ইলেকশন,ঢাকার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন শেষ হয়েছে। চলছে ভোট গণনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোট দিয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টায় শেষ হয় ভোটগ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে ৩৩ জন সদস্য পদে দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রার্থিরা। তবে ৮ জন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ব্যানারে (প্রশাসনপন্থী) আওয়ামী পন্থী শিক্ষকদের এবং ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ ব্যনারে বিএনপি, বাম এবং আওয়ামীপন্থী একাংশের শিক্ষকরা প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক।

জাবি// ১১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস