[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমঙ্গলে দৈত্যাকৃতির জোঁক!


প্রকাশিত: October 12, 2015 , 8:55 pm | বিভাগ: অসাম নিউজ,আপডেট,ইন্টারন্যাশনাল


ইন্টারন্যাশনাল লাইভ: হাই রেজ্যুলেশন ক্যামেরায় ধরা পড়েছে ব্যতিক্রমী বালিয়াড়ি। নাসার মার্স রিকনাইসেন্স অরবিটার থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরায় এটি ধরা পড়ে।

যাতে দেখা যাচ্ছে দৈত্যাকৃতির জোঁকের মত দীর্ঘ বালিয়াড়ি। সেই সঙ্গে দেখা যাচ্ছে মঙ্গল গ্রহের ভূ-প্রকৃতি। রুক্ষ, ঊষর মাটি। তাতে অজস্র ফাটল। বিজ্ঞানীরা দেখেন, গ্রহটির কোনো এক স্থানে বিশাল এক জোঁক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞানীরা ধারণা করছেন, এই ছবি মঙ্গলের ভূ-প্রকৃতি নিয়ে গবেষণায় সাহায্য করবে৷ এই ছবি বিশ্লেষণ করে লাল গ্রহ মঙ্গলের আবহাওয়া সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। কীভাবে ভূতল ক্ষয়ে যায়, তা পরীক্ষা করলে অনেক অজানা তথ্য মিলবে।

উল্লেখ্য, মঙ্গলে বসতি স্থাপনে প্রস্তুতি নিচ্ছে নাসা। ইতিমধ্যে অন্য একটি প্রতিষ্ঠান ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্রও গ্রহণ করেছে। এরা ২০৪০ সালের মধ্যে মঙ্গলে নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছেন। মঙ্গলে প্রাণের অস্বিত্বের সন্ধান পেতেই তাদের এই মিশন

ঢাকা// ১২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর