[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদআয়ু বাড়ানো যায় যেভাবে!


প্রকাশিত: October 12, 2015 , 9:21 pm | বিভাগ: আপডেট,রিসার্চ


লাইভ প্রতিবেদক: কে না চায় দীর্ঘজীবী হতে! কে না চায় শত শত বছর পৃথিবীতে সুস্থতার সঙ্গে জীবন উপভোগ করতে? কিন্তু আদৌ কি তা সম্ভব? এ নিয়ে গবেষণা করেছেন আধুনিক যুগের এক বিজ্ঞানী।

জানা গেছে, প্রাচীনকালে মানুষের শত নয়, হাজার বছর বেঁচে থাকার গল্প জেনেই ওই বিজ্ঞানী আধুনিককালেও মানুষের বয়স বৃদ্ধির জন্য গবেষণা করেছেন।

এ নিয়ে সম্প্রতি সারা দুনিয়ায় সারা ফেলে দিয়েছে ওই বিজ্ঞানীর লেখা একটি বই। বিজ্ঞানী হচ্ছেন বৃটেনের বিখ্যাত গবেষণা সংস্থা-‌‘বায়োজারোন্টোলজি রিসার্চ ফাউন্ডেশন’র ডিরেক্টর অ্যালেক্স জাভোরোঙ্কভ।

তার লেখা বইটির নাম ‘দ্য এজলেস জেনারেশন’।

বইটিতে অ্যালেক্স দাবি করেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি যৌনমিলন ত্যাগ করতে পারে তাহলে এ যুগেও ১শ ৫০ বছর পর্যন্ত বাঁচতে পারেন।

অ্যালেক্সের মতে, দেরিতে বিয়ে ও প্রজননও আয়ুর পরিধি বাড়িয়ে দেয়। পরিমিত খাওয়া, শরীরচর্চার পাশাপাশি যদি কেউ যৌনমিলন না করেন, তাহলে অনায়াসেই আয়ু বেড়ে যায় অনেকটা।

তবে অ্যালেক্সার এ মতের সঙ্গে অনেক বিজ্ঞানী ভিন্ন মতও প্রকাশ করেছেন। তাছাড়া ওই বিজ্ঞানী তার গবেষণার কোনো প্রমাণও তিনি এখনো দাড় করাতে পারেননি।

ঢাকা// ১২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস