[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজবি চলচ্চিত্র সংসদের নতুন কমিটি


প্রকাশিত: October 18, 2015 , 10:17 pm | বিভাগ: আপডেট,ইলেকশন,ঢাকার ক্যাম্পাস,পাবলিক ইউনিভার্সিটি


জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদের ২০১৫-১৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দেবাশীষ বিশ্বাস পাভেল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম শাওন।

রোববার জবি ইন্ডিপেন্ডেন্ট এন্ড পিছ ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি চলচ্চিত্র সংসদ ও মুভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জবি ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন জবি চলচ্চিত্র সংসদের মেন্টর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর জুনায়েদ আহমদ হালিম।

অনুষ্ঠানে বেস্ট ডকুমেন্টারি ফিল্ম নির্বাচিত হয় আসিফ মোস্তফা অনিক পরিচালিত “হার্ট অব ঢাকা”। এসময় স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের হাতে সার্টিফিকেট এবং সেরা ফিল্ম পরিচালকদের হাতে ক্রেস্ট তুলে দেন ভিসি।

জবি//এসএস, ১৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এইচএস