[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদইউজিসি কর্মকর্তাদের নবনির্বাচিত কমিটির অভিষেক


প্রকাশিত: October 19, 2015 , 6:32 pm | বিভাগ: আদার ইন্সটিটিউট,আপডেট,ইলেকশন


লাইভ প্রতিবেদন: ইউজিসি অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউজিসি অডিটরিয়ামে নতুন কমিটিকে শপথ পাঠ করানো হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও প্রফেসর ড. দিল আফরোজা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সচিব ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. খালেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরআগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মো. কামাল হোসেন সভাপতি এবং মো. মহিবুল আহসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. ওমর ফারুক ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী খান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া। সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. গোলাম দস্তগীর। ট্রেজারার খন্দকার মাহতাব হোসেন।

এছাড়া মো. আতোয়ার রহমান, মো. নুর ইসলাম চৌধুরী এবং এ কে এম মাহমুদুর রহমান মিয়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

১১-সদস্য বিশিষ্ট এ কার্যানির্বাহী কমিটি অভিষেকের মাধ্যমে আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভাগীয় প্রধানগণসহ কমিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ঢাকা//১৯ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস