[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদজয়জয়কার


প্রকাশিত: October 20, 2015 , 12:56 pm | বিভাগ: রাইম, স্টোরি এন্ড জোকস


জয়জয়কার

লামিয়া মহসিন

হয়তবা, এই পিচ ঢালা রাস্তার নোংরা জঞ্জালে,
হয়ত ল্যাম্প-পোস্ট, আর নিয়ন আলোর স্পর্শহীন
জমাট বাঁধা ওই নিকষ কালো অন্ধকারে,
হয়ত নিয়তির কোন খেলাচ্ছলে, বা ভাগ্য-দোষে
দারিদ্র্যের শক্ত মুখোশ এঁটে, অনটনকে পুঁজি করে,
ভূমিষ্ঠ হয় অজস্র আকাশকুসুম স্বপ্নপুঞ্জের,
রঙবেরঙের কল্পনাতে, শেষ বিকেলের সূর্যস্নানে,
মথিত হয় রিক্ত হাতের, ক্লান্ত কায়ার অবসাদে
অজস্র অচেনা মুখের ভিড়ে,
কিংবা শীর্ণ বটের তৃষ্ণার্ত ছায়ায়,
ধূলিমলিন দেহখানা আশ্রয় খোঁজে একটুখানি।
ধোঁয়া তোলা যানবাহনের কর্কশতায়,
থমকে পড়া ঠেলাগাড়ির কাঠের চাকায়
হুইসেল বাজানো বাষ্পশকটের জীর্ণ কামরায়,
ধুঁকতে থাকা এই শহরের,
দূষিত বাষ্পের বলয় মাঝে,
ঠাই নেই সেই নিষ্পাপের,
নির্মম অট্টহাসি হেসে
শ্বাসরোধ করে সেই স্বপ্নের
তাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে,
অদম্য এক শক্তির জোরে,
ফিরে আসে তারা বারেবারে,
জয় হয় দুর্বলের…
জয় হয় অক্ষমের…

 

ঢাবি শিক্ষার্থী
উন্নয়ন অধ্যয়ন বিভাগ (১ম বর্ষ)