[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদউৎসবমুখর পরিবেশে নর্দার্ন ভার্সিটির শিক্ষা সফর


প্রকাশিত: October 24, 2015 , 7:27 pm | বিভাগ: আপডেট,ট্যুরিজম এন্ড এনভায়রনমেন্ট,ঢাকার ক্যাম্পাস,প্রাইভেট ইউনিভার্সিটি


nub-tour

এনইউবি লাইভ: আনন্দ আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) আইন বিভাগ ও এনইউবি ট্যুরিজম সোসাইটির উদ্যোগে  ‘শিক্ষা সফর ২০১৫’  সম্পন্ন হয়।

 

গত ২২-২৩  অক্টোবর টাংগাইলের উবিনীগে শিক্ষার্থীদের নিয়ে এ সফর করা  হয়েছে। আইন বিভাগের প্রায় অর্ধশত  ছাত্র-ছাত্রীর  মিলনমেলায় জাঁকজমকপূর্ণ এটি শেষ হয়। সফরে বায়ো ডাইভারর্সিটি এবং ফুড সিকিউরিটি এর উপর শিক্ষার্থীদেরকে বিশেষ কর্মশালা করানো হয়েছে।

 

nub-tour1

 

আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আফরোজা বিলকিস ও  সিনিয়র লেকচারার মো: আল- আমিনের তত্ত্বাবধানে  সুষ্টুভাবে এই আয়োজন করা হয়। এছাড়া শিক্ষাসফরের তত্ত্বাবধানে আরো সহযোগীতা করেণ, এনইউবি  ট্যুরিজম সোসাইটির আহবায়ক  এম. আব্দুল্লাহ রাজন।

 

nub-tour2

 

এই সফর শেষে শিক্ষার্থীরা জানান, এনইউবি’কে  ধন্যবাদ জানাই, এধরনের প্রোগ্রামের জন্য। এই সফরে বায়ো ডাইভারর্সিটি এবং ফুড সিকিউরিটি  কর্মশালা থেকে অনেক জ্ঞান অর্জন করতে পেরে আমরা ধন্য। এ ব্যাপারে আমাদের সর্বাত্বক সহযোগিতা করেছেন আমাদের শিক্ষকরা।

 

এরপর থেকে আইন বিভাগের সকল ছাত্র-ছাত্রীরা যেন এমন প্রোগ্রামে অংশ নেয়, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবানও জানান সাধারণ শিক্ষার্থীরা।

 

nub-tour3এনইউবি// ২৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর