[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদ৪৭ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: December 6, 2013 , 6:15 pm | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস লাইভ: চতুর্থ দিনের খেলা শেষে ব্রাভোর অপরাজিত ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৪৭ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডানেডিন টেস্টের আরও একটা দিন বাকি আছে। ওয়েস্ট ইন্ডিজের শেষ চারটি উইকেট দ্রুত তুলে নিতে পারলে এখনো ম্যাচ জেতার সম্ভাবনা ভালো মতোই আছে নিউজিল্যান্ডের।

ব্রাভো ২১০ রানে অপরাজিত আছেন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।একই সাথে ড্যারেন স্যামির সঙ্গে সপ্তম উইকেটে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিও গড়ে তুলেছেন তিনি। এই জুটির ওপর অনেকাংশে নির্ভর করছে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ বাঁচাতে পারবে কি না।

চতুর্থ দিন শেষে টানা ২০১ ওভার এক বল করে বেশ ক্লান্ত নিউজিল্যান্ডের বোলাররা। পরের টেস্টে এর প্রভাব তাদের উপর পড়লে পড়তেও পারে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: প্রথম ইনিংস- ৬০৯/৯ ডি.

ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস- ২১৩/১০,

           দ্বিতীয় ইনিংস- ৪৪৩/৬ (১৩৯ ওভার)

ঢাকা, ০৬ ডিসেম্বর, (ক্যাম্পাস লাইভ) // টিকে