[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদ‘মূলমন্ত্র একটাই, পরিশ্রম’


প্রকাশিত: October 31, 2015 , 8:31 pm | বিভাগ: আপডেট,ইন্টারভিউ,স্পোর্টস


mishuবেনজির আবরার: চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ওপার বাংলার শক্তিশালী দল ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী।

 

স্বপ্নের শিরোপা ঘরে তোলে তারা। তবে এর পুরস্কারও পেতে যাচ্ছেন দলের খেলোয়াড়রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক প্লেয়ারের জন্য ১ লাখ টাকা করে বরাদ্দ করেছেন।

 

গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই জমজমাট ফাইনাল। ম্যাচ জিতে ড্রেসিং রুমে আবাহনী প্লেয়ারদের উচ্ছ্বাস। এই আনন্দে মেতেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার, চট্টগ্রাম আবাহনীর রক্ষণভাগের দূর্গ আতিকুর রহমান মিশু।  আর এর ফাঁকে ক্যাম্পাসলাইভ২৪ডটকমে’র  সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন তিনি। জানাচ্ছিলেন তার আনন্দঘন মুহুর্তের কথা।

 

 

ক্যাম্পাসলাইভ: মিশু আপনাকে অভিনন্দন

মিশু: অনেক ধন্যবাদ

ক্যাম্পাসলাইভ: এই বিজয়ের অনুভূতি কি?

মিশু: অনুভূতি চমৎকার, পুরো ক্লাবজুড়ে চলছে আনন্দ উচ্ছাস

ক্যাম্পাসলাইভ: দেশের ফুটবলের জন্য কতটা সহায়ক ছিলো টুর্নামেন্ট?

মিশু: মোটকথা হলো এমন আয়োজন বন্ধ করা যাবেনা, নিয়মিত মাঠে ফুটবল থাকতে হবে

ক্যাম্পাসলাইভ: চট্টগ্রাম আবাহনীর ভবিষ্যৎ করণীয় কি হতে পারে?

মিশু: দেখুন আমি শেখ রাসেল ক্রীড়া চক্রের প্লেয়ার, তবে চট্টগ্রাম আবাহনী পরিকল্পনা মাফিক এগিয়ে গেলে ভালো করবে

abahaniক্যাম্পাসলাইভ: তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে কিছু বলবেন?

মিশু: মূলমন্ত্র একটাই, পরিশ্রম

ক্যাম্পাসলাইভ: ধন্যবাদ আপনাকে

মিশু: ক্যাম্পাসলাইভ পরিবারকেও ধন্যবাদ।

চট্টগ্রাম// ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর