[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ড্র


প্রকাশিত: December 7, 2013 , 5:57 pm | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস লাইভ: স্বাগতিক নিউজিল্যান্ডের নিশ্চিত জয় কেড়ে নিল নিজ দেশের প্রকৃতি! বৃষ্টির জন্য অবশেষে ড্র হল নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ। ডানেডিনে শুধু হার নয়, ইনিংস হারের শঙ্কায় পড়েছিল ক্যারিবীয়রা। ইনিংস হারের শঙ্কাটা কাটান ড্যারেন ব্রাভো। ড্যারেন স্যামিকে সঙ্গে নিয়ে লিডও এনে দেন তিনি।

জয়ের জন্য ১১২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪ রানে চার উইকেট হারায় কিউইরা। সব কটি উইকেট নেন শিলিংফোর্ড। খেলা বন্ধ হওয়ার সময় কিউইদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৯ রান। কোরে অ্যান্ডারসন ২০ ও রস টেলর ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। শেষদিনের খেলা বাকি আরও কমপক্ষে ৩৩ ওভার। হাতে ছয়টি উইকেট। তবে বৃষ্টির জন্য শেষ হাসি হাসতে পারলো না কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৬০৯/৯, ঘোষণা
টেলর ২১৭*, ম্যাককালাম ১১৩, রাদারফোর্ড ৬২, ফুলটন ৬১
বেস্ট ৩/১৪৮ , স্যামি ২/৭৯, ডিওনারাইন ২/৭৬

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২১৩/১০
চন্দরপল ৭৬, ব্রাভো ৪০, স্যামি ২৭*, ডিওনারাইন ১৫
সাউদি ৪/৫২, বোল্ট ৩/৪০, সোধি ২/৬৩

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৫১৭/১০
ব্রাভো ২১৮, স্যামি ৮০, এডওয়ার্ডস ৫৯, ডিওনারাইন ৫২
ওয়াগনার ৩/১১২, সাউদি ২/১০১, বোল্ট ২/৮১, সোধি ২/১৫৫

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৭৯/৪
অ্যান্ডারসন ২০*, রাদারফোর্ড ২০, টেলর ১৬*
শিলিংফোর্ড ৪/২৬

ফল: ম্যাচ ড্র

ম্যাচ সেরা: রস টেলর (নিউজিল্যান্ড)

টস: ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকা, ০৭ ডিসেম্বর (ক্যাম্পাস লাইভ) // টিকে