[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদএলইউর আইন বিভাগে নতুন শিক্ষক


প্রকাশিত: November 7, 2015 , 4:36 pm | বিভাগ: আপডেট,প্রফেশন,প্রাইভেট ইউনিভার্সিটি,সিলেটের ক্যাম্পাস


এলইউ লাইভ: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে (এলইউ) যোগদান করেছেন ব্যারিস্টার আরিফ আনোয়ার। শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. মুনীর আহমেদ কাদেরী এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, ব্যারিস্টার আরিফ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ২০০৯ সালে বেচেলর অব ল, ইউনিভার্সিটি অব গ্লোচেস্টাসায়ার থেকে ২০১২ সালে মাস্টার অব ল (ইন্টারন্যাশনাল বিসনেজ ল) সম্পন্ন করেন।

 

পরে তিনি ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে ২০১৪ সালে বার প্রফেশনাল ট্রেইনিং কোর্স সম্পন্ন করেন। পাশাপাশি প্রফেসনাল সিভিল এন্ড কমার্সিয়াল মেডিয়েটর ট্রেইনিং কোর্স করেন।

 

কর্ম জীবনে ব্যারিস্টার আরিফ কলেজ অব স্টাডিজ-এ শিক্ষক এবং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।একইসাথে তিনি ইতিপূর্বে লিডিং ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এলইউ// ০৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস