[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদখুলনায় বুদ্ধি প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু


প্রকাশিত: November 13, 2015 , 7:47 pm | বিভাগ: আপডেট,আর্টস এন্ড লিটারেচার


সাতক্ষীরা লাইভ: বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার সময় এসেছে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল সাতক্ষীরার আয়োজনে ২দিন ব্যাপী খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার সাতক্ষীরা জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার)।
জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা পৌর মেয়র এম.এ জলিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী। আগামী ১৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহসিন আলী, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন, খুলনা বিভাগীয় সাংস্কৃতিক ও ক্রীড়া উদ্যাপন কমিটির আহবায়ক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
সাতক্ষীরা//১৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস