[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদপরীক্ষা নিয়ে মজাদার জোকস


প্রকাশিত: November 17, 2015 , 8:19 pm | বিভাগ: আপডেট,রাইম, স্টোরি এন্ড জোকস


টুকলি

স্কুল পড়ুয়া দুই বন্ধুর পরীক্ষার শেষে স্কুল মাঠে দেখা- ১ম বন্ধুঃ কী রে, তোর পরীক্ষা কেমন হলো ? ২য় বন্ধুঃ পরীক্ষা ভাল হয়নি রে ! তবে ৫ নম্বর নিশ্চিত পাবো ।

১ম বন্ধুঃ কীভাবে ? ২য় বন্ধুঃ পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ছিল ৫ নম্বর ! তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি ! তাই ৫ নম্বর নিশ্চিত পাবো ।

১ম বন্ধু :- হায়! সর্বনাশ হয়েছে- আমি ও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি ! আমাদের দুই জনের খাতাই একই রকম দেখলে- শিক্ষিকা মনে করবে না তো যে আমরা দুজনে টুকলি করেছি!

মুখস্থ

ম্যাডাম বলেছে, প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে। সৌরভ করছেও তা। সে বাড়িতে শিখেছে, আমাদের দেশের কয়েকটি ফলের নাম-আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা প্রভৃতি।

পরীক্ষায় প্রশ্ন এল, দেশের পাঁচটি ফলের নাম লেখো। সৌরভ হিসাব করে দেখল, ও শিখেছে ছয়টি ফলের নাম আর লিখতে হবে পাঁচটির নাম। তারপর সৌরভ লিখল-আমাদের দেশের পাঁচটি ফলের নাম হলোঃ ১· আম, ২· জাম, ৩· কাঁঠাল, ৪· লিচু, ৫· প্রভৃতি!

 

রচনা: ছাত্রজীবন

স্কুলে বার্ষিক পরীক্ষা আরম্ভ হলো। পরীক্ষার হলে এক ছাত্রী জোরে জোরে কাঁদছে।

শিক্ষকঃ তুমি কাঁদছ কেন?

ছাত্রীঃ আমার রচনা কমন পড়েনি।

শিক্ষকঃ কেন? কী এসেছে?

ছাত্রীঃ এসেছে ‘ছাত্রজীবন’। স্যার, আমি তো ছাত্রী। ‘ছাত্রজীবন’ লিখব কীভাবে।

শুধু একটা ভুল বাবা

খোকা, পরীক্ষা কেমন দিলি? ছেলে: শুধু একটা উত্তর ভুল হয়েছে। বাবা: বাহ্! বাকিগুলো সঠিক হয়েছে? ছেলে: না, বাকি গুলোতে লিখতেই পারিনি।

ঢাকা// ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর