[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদইসলামপুরে এক্সিম ব্যাংকের ৯৯তম শাখা


প্রকাশিত: November 28, 2015 , 5:29 pm | বিভাগ: আপডেট,বিজনেস


বিজনেস লাইভ: শিল্প ও ব্যবসাসমৃদ্ধ পুরান ঢাকার ইসলামপুরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যংক) ৯৯তম শাখা উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাজধানীর ইসলামপুর,পাটুয়াটুলি ওয়ইজঘাট,বাবুলি স্টার সিটিতে ব্যাংকের এ শাখা উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এক্সিম ব্যাংকের অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, এক্সিম ব্যাংকের শরীয়াহসম্মত ব্যাংকিং দেশসহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান, গ্রাহকবান্ধব বিনিয়োগ ও আমানত সেবাসমূহ সম্পর্কে আলোচনা করেন এবং সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতির বিষয় তুলে ধরে স্থানীয় ব্যবসায়ীদেরকে এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. সিরাজুল ইসলাম, খন্দকার রুমী এহসানুল হক ও ফিরোজ হোসেনসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ঢাকা// ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এইচএস