[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমঙ্গলবার কুয়েটে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট


প্রকাশিত: December 9, 2013 , 2:56 pm | বিভাগ: স্পোর্টস


কুয়েট লাইভ: আগামী কাল মঙ্গলবার শুরু হতে যাচ্ছে কুয়েট আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ২০১৩-১৪। বিকাল সাড়ে ৩টায় কুয়েট সেন্ট্রাল মাঠে খেলার শুভ উদ্বোধন করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে গত বছরের দুই ফাইনালিস্ট ডঃ এম. এ. রশীদ হল এবং লালন শাহ হল । টুর্নামেন্ট উপলক্ষে ক্যাম্পাসের ফুটবল প্রেমী সকল ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ।

এবারের টুর্নামেন্টে শেখ মুজিবর রহমান হলসহ মোট ৬টি হল অংশগ্রহন করছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারী ।  

কুয়েট, ৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম) // আআনূ