[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদদেশে নতুন ৪৬৯ এইডস রোগী শনাক্ত


প্রকাশিত: December 1, 2015 , 6:48 pm | বিভাগ: আপডেট,হেলথ


লাইভ প্রতিবেদক: বাংলাদেশে গত এক বছরে ৪৬৯ জন এইডস রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ৪৬৯ জন নতুন এইডস রোগীর সন্ধান পাওয়া গেছে।

এদের মধ্যে ৩৪৪ জন পুরুষ, ১১৭ জন নারী ও ৮ জন হিজড়া বা তৃতীয় লিঙ্গের।

তিনি জানান, আক্রান্ত ৪৬৯ জনের মধ্যে ২৫ থেকে ৪৯ বছর বয়সী ৩৫৮ জন। মারা গেছেন ৯৫ জন।

নাসিম বলেন, আমাদের দেশে এইডস সংক্রমণের সংখ্যা অনেক কম। আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে এনে এইডস নির্মূল করতে সরকারি ও বেসরকারিভাবে যৌথ উদ্যোগে কাজ করা হচ্ছে।

বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইডসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত ৬৭ হাজার ৮৬৯ জনের দেহে এইচআইভি আছে কি না- তা পরীক্ষা করা হয়।

পরীক্ষায় তাদের মধ্যে চার হাজার ১৪৩ জন এইডস রোগী হিসেবে শনাক্ত হন, যাদের মধ্যে ৬৫৮ জন মারা গেছেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক, চিকিৎসক মো. শফিকুল আলম, জাতিসংঘের এইচআইভি ও এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস এর কান্ড্রি ডিরেক্টর লিও কেনি।

এ বছর বিশ্ব এইডস দিবসের স্লোগান হল- ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর/ বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার।’

ঢাকা, ০১ ডিসেম্বর//(ক্যাম্পাসলাইভ২৪ডটকম)//আরকে