[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদযে হাঙ্গর হেঁটে বেড়ায়! (ভিডিও)


প্রকাশিত: December 2, 2015 , 2:53 pm | বিভাগ: অসাম নিউজ


লাইভ প্রতিবেদক: সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হাঙ্গর। এটা সবাই জানে। ৩৭০ প্রজাতির হাঙর রয়েছে সমুদ্রে। এদের মধ্যে সবচেয়ে বড় আকারের হাঙরটির নাম ‘হোয়েল শার্ক’, যার দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট।

আর সবচেয়ে ছোট আকৃতির হলো ‘স্পাইন্ড পিগমি শার্ক’, যেগুলো লম্বায় মাত্র ৬ ইঞ্চি। দ্রুত গতিতে সাঁতার কেটে শিকারকে আক্রমণ করতে হাঙ্গরের জুড়ি নেই।

কিন্তু তার বদলে যদি দেখা যায়, সাঁতার না কেটে সমুদ্রের তলদেশে হাঙ্গর হেঁটে বেড়াচ্ছে, তাহলে অবাক লাগারই কথা।

হ্যাঁ নতুন আবিস্কৃত এ প্রজাতির হাঙ্গরের নাম বাম্বো শার্ক। বাংলায় যাকে “বাঁশ হাঙ্গর” বলা যেতে পারে।

অন্য হাঙ্গরের সঙ্গে এর রয়েছে ব্যাপক ভিন্নতা। এই হাঙ্গর সমুদ্র তলদেশে হেঁটে বেড়ায়! অবিশ্বাস্য হলেও সত্যি।

আকার আকৃতিতে এরা অনেকটা ছোট হয়ে থাকে, এরা সর্বোচ্চ ৪৮ ইঞ্চি পর্যন্ত লম্বায় হয়ে থাকে। এই হাঙ্গর মাছের প্রজাতির নাম “Hemiscyllium halmahera”।

এদের গায়ের রঙ বাদামি রঙের হয় আর গায়ে কালো ছোপ ছোপ দাগ থাকে মেরুদন্ড বরাবর। এছাড়াও পুরো শরীরে কালো কালো ছোট গোল দাগ থাকে। মাথার উপরে হালকা কালো। তার উপর গাড়ো কালো গোল গোল দাগ থাকে।

আসলে বাম্বো হাঙ্গর কীভাবে হাঁটে সেই কৌতূল মেটাতে দেখে নিন ভিডিও:

ঢাকা, ০২ ডিসেম্বর//(ক্যাম্পাসলাইভ২৪ডটকম)//আরকে