[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদমিনতি


প্রকাশিত: December 5, 2015 , 11:39 pm | বিভাগ: রাইম, স্টোরি এন্ড জোকস


মিনতি

লামিয়া মহসিন

 

 

 

 

অনেকটাই নীরবে, নিশ্চল পায়ে চলে গেলে তুমি,
তোমার পদাঙ্ক মিলিয়ে যেতে দেই নি আজও
কত বছর, কত মাস কত দিন অতিক্রান্ত হয় অপেক্ষায়
কত সূর্য ডোবে, কত ওঠে
কতবার রক্তাক্ত হয় ওই বিদীর্ণ, পাণ্ডুর আকাশ।

আর কতবার আঁধার নামে চেনা শহরের অচেনা অলিগলিতে
আজও প্রতিধ্বনি হয় তোমার কণ্ঠের, তোমার পঙক্তিগুলো
ফিরে আসে বারবার, স্মৃতির কাঠগড়ায় দাড় করায় আমায়,
টিপের পরিত্যাক্ত পাতাটা, পুরনো কাজলের ভাঙা শিষ
ঘোলাটে আয়নায় এ কার শ্রীহীন প্রতিবিম্ব ?
অভিমানী তারারা দেখা দেয় না আর,
সেই পাণ্ডুর চাঁদ আর শোনায় না তোমার গল্প…

 

ভোরের মিঠে স্বপ্নগুলো লেগে থাকে না আর আঁখি পল্লবে
শীতের কুয়াশা, গ্রীষ্মের খর তাপ,
বর্ষার অবিরাম বারিধারা, শরতের মেঘমালা, আর বসন্তের বর্ণিল নিসর্গ
ফিরে ফিরে এসে তরান্বিত করে তোমার প্রস্থান, তোমার শূন্যতা
আগলে রাখা শার্টের ছেঁড়া বোতামটা আজ পড়ে থাকে অবহেলায়
গড়াগড়ি খায় নিঃসঙ্গ দুপুরের রোদ, ঝিমিয়ে পড়ে সন্ধ্যা
ঘড়ির কাঁটাটা ঠিক আগের মতই পাল্লা দেয় সময়ের সাথে
শুধু এই আমি, গেঁথে গেছি অতীতের পাতায়,
তাই এটুকু মিনতি তোমার কাছে,
নাহয় আর কিছু না, শুধু তোমার উদাসীনতাটুকুই চাই…

 

লামিয়া মহসিন:  শিক্ষার্থী, উন্নয়ন অধ্যয়ন বিভাগ,  ঢাকা বিশ্ববিদ্যালয়।