[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদবিপিএলের সেরা একাদশ: অধিনায়ক রিয়াদ


প্রকাশিত: December 16, 2015 , 6:58 pm | বিভাগ: আপডেট,জাতীয় খেলা,স্পোর্টস


স্পোর্টস লাইভ: জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ বিপিএলের তৃতীয় আসরের সেরা একাদশ নির্বাচন করেছে। যেখানে রানার্সআপ বরিশাল বুলসের ক্যাপ্টেনকুল মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করা হয়েছে।

তবে একাদশে মাশরাফি- সাঙ্গাকারার মতো তারকারাও রয়েছেন।  তবে দেশী খেলোয়াড়দের সংখ্যাই বেশি।

বিপিএল-২০১৫ তৃতীয় আসরের সেরা একাদশ

১। তামিম ইকবাল (চট্টগ্রাম ভাইকিংস)।

২। ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

৩। কুমার সাঙ্গাকারা (ঢাকা ডায়নামাইটস)।

৪। জহুরুল ইসলাম (রংপুর রাইডার্স)।

৫। মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক) (বরিশাল বুলস)।

৬। আসহার জাইদি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

৭। সাকিব আল হাসান (রংপুর রাইডার্স)।

৮। মাশরাফি বিন মর্তুজা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

৯। মোহাম্মদ আমির (চট্টগ্রাম ভাইকিংস)।

১০। আবু হায়দার রনি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

১১। আল-আমিন হোসেন (বরিশাল বুলস)।

বিপিএল-২০১৫ তে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৈরব অর্জন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যান অব দ্যা ম্যাচ কুমিল্লার অলক কাপালি ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট আসহার জাইদি (কুমিল্লা)।

ঢাকা// ১৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// জেআর