[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদসিলেটে জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক শুক্রবার


প্রকাশিত: December 17, 2015 , 1:25 pm | বিভাগ: আইটি,ইভেন্ট,সিলেটের ক্যাম্পাস


লাইভ প্রতিবেদক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হতে যাচ্ছে প্রথম ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫–১৬’-এর সিলেট অঞ্চলের প্রতিযোগিতা।

শুক্রবার অনুষ্ঠেয় সিলেট আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক দল।

দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব।

‘তথ্য–যুক্তি–প্রযুক্তি’ স্লোগানে এ বিতর্ক উৎসব আয়োজন করছে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ক্যাম্পাস টু ক্যারিয়ার (campus2career24.com) ।

ঢাকা, ১৭ ডিসেম্বর//(ক্যাম্পাসলাইভ২৪ডটকম)//আরকে