[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদরাবিতে অডিও ভিজ্যুয়াল সার্ভার


প্রকাশিত: December 11, 2013 , 4:03 pm | বিভাগ: আইটি


রাবি লাইভ: প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উচ্চশিক্ষার পথকে সুগম করতে এবং গবেষণা মান বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপন করা হয়েছে অডিও ভিজ্যুয়াল সার্ভার।
 
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সার্ভার উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। এ সময় কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর সফিকুন্নবী সামাদী বক্তব্য রাখেন।

এই সার্ভারের মাধ্যমে গ্রন্থাগারে সংরক্ষিত বিপুল সংখ্যক অডিও, ভিডিও ও ইমেজ ফাইল পাঠদান ও গবেষণা কাজের জন্য ব্যবহার করা যাবে। যার ফলে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্যসমূহ ও ইমেজ ডিজিটাল আকারে ব্যবহার করতে পারবেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প ‌`হেকেপ` এর আওতায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যার প্রযুক্তিগত ও কারিগরি সহায়তায় সার্ভারটি স্থাপন করা হয়েছে।

রাবি, ১১ ডিসেম্বর (ক্যাম্পাস লাইভ)// টিটি