[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদনেইমারের হ্যাট্রিকে বার্সার গোল উৎসব


প্রকাশিত: December 12, 2013 , 11:28 am | বিভাগ: স্পোর্টস


স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুধু গোলটাই পাচ্ছিলেন না তিনি। তবে খেলছিলেন দুর্দান্ত। অবশেষে গোলখারা কাটালেন দুর্দান্ত এক হ্যাট্রিক দিয়ে।বার্সার হয়ে এটিই তার প্রথম হ্যাট্রিক।

বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারের হ্যাট্রিকের দিনে গোল উৎসব করেছে বার্সোলনা। সেল্টিককে ৬-১ গোলে ভাসিয়ে দিয়েছে বার্সা।

ম্যাচের সাত মিনিটে জেরার্ড পিকের গোলে এগিয়ে যায় বার্সা। নেইমারের বাড়িয়ে দেয়া বল থেকে ৩৯ মিনিটে ২-০ করেন পেদ্রো। এর পর থেকে শুধুই নেইমার-শো। প্রথমার্ধের শেষে নিজের প্রথম গোলটির দেখা পান। দ্বিতীয়ার্ধের নিজের দ্বিতীয় এবং ত্রয়োদশ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। গোলের আরো দুটো সহজ সুযোগ পেয়েও কাজে লাগোতে পারেননি। দুবারই কেবল গোলরক্ষকই ছিল তার বাধা।

কিন্তু শেষ পর্যন্ত তিন গোলেই তৃপ্ত থাকতে হয়েছে নেইমারকে। ৭২ মিনিটে দলের আধডজন গোল পূর্ণ করেন ক্রিশ্চিয়ান তেয়ো। ৮৮ মিনিটে গিওর্গিওস সামারাসের সৌজন্যে সান্ত্বনার গোলটি পায় সেল্টিক।

ঢাকা, ১২ ডিসেম্বর(ক্যাম্পাসলাইভ)//এআর