[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদএসএ টিভির রাতের অনুষ্ঠানে ‘এসডিএফ’


প্রকাশিত: March 3, 2016 , 7:13 pm | বিভাগ: আপডেট,ক্যাম্পাস,ঢাকার ক্যাম্পাস,প্রাইভেট ইউনিভার্সিটি


এসইউ লাইভ: গণমানুষ, গণমাধ্যম, গণতন্ত্র এই তিন বিষয় নিয়ে এসএটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন “তিন গ” তে অংশ নিচ্ছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিতর্ক সংগঠন স্টামফোর্ড ডিবেট ফোরামের সদস্যরা।

প্রাক্তন স্টামফোর্ড শিক্ষার্থী রেজাউল হুদার প্রযোজনায় সাইফুল হুদার উপস্থাপনায় অনুষ্ঠানটির এবারের আলোচনার বিষয় “বেসরকারি বিনিয়োগ ও বাংলাদেশের উন্নয়ন”।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন, গবেষক ফেরদৌস আরা বেগম, সিনিয়র সাংবাদিক জাহিদুল ইসলাম এবং ড. আহমেদ তিতুমির।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে ৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, এসডিএফের পোগ্রাম সেক্রেটারি মাহমুদুল হাসানের নেতৃত্বে মনিরুল ইসলাম, ফাতেমা সুলতানা ও মরিয়ম আক্তার মেরী। এছাড়া সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও অংশ নিবেন।

এসডিএফ সদস্য বিবিএ অনুষদের শিক্ষার্থী মনিরুল ইসলাম মনির ক্যাম্পাসলাইভকে বলেন, “দেশের সামগ্রীক অর্থনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ বৃহস্পতিবার রাত ১১ টায় এসএটিভির (SA TV) তে।”

 

স্টামফোর্ড// বিএ, ৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএইচ