[english_date], [bangla_day], [bangla_date], [hijri_date], [bangla_time]
সর্বশেষ সংবাদটস হেরে ব্যাটিংয়ে মাশরাফিরা


প্রকাশিত: March 11, 2016 , 9:30 pm | বিভাগ: আন্তর্জাতিক খেলা,আপডেট,স্পোর্টস


4255

স্পোর্টস লাইভ: ধর্মশালার মাঠে অবশেষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। কিছুক্ষণ আগে টস হয়েছে। টসে জয়লাভ করেছে আয়ারল্যান্ড। তবে আয়ারল্যান্ড অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

এর রাত ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। বৃষ্টির কারণে এখনো শুরু হয়নি ম্যাচটি। ম্যাচটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়েও ছিলো অনিশ্চয়তা। তবে কমপক্ষে ৫ ওভারের একটি ম্যাচের জন্য ধর্মশালার স্থানীয় সময় রাত ১০টা ১৮ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় পৌনে ১১টা) অপেক্ষা করবেন বলে জানিয়েছিলেন আম্পায়াররা।

সর্বশেষ আম্পায়ারদের পর্যবেক্ষণের পর জানানো হয়, খেলা শুরু জন্য টস হয়ে রাত সাড়ে ৯টায় অার খেলা হবে ১৩ ওভার করে।

এর আগে প্রবল বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি নেদারল্যান্ডস-ওমানের ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে নেদারল্যান্ডসকে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচটিও একই পরিণতির দিকে যাচ্ছে কি না, তা নিয়েও ছিলো সংশয়।

 

ঢাকা, ১১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএইচ